সিরিয়ার রুশ দূতাবাসে মর্টার হামলা: নিন্দা জানাল মস্কো
(last modified Sat, 04 Feb 2017 01:38:34 GMT )
ফেব্রুয়ারি ০৪, ২০১৭ ০৭:৩৮ Asia/Dhaka
  • দামেস্কের রুশ দূতাবাস
    দামেস্কের রুশ দূতাবাস

রাশিয়া বলেছে, সিরিয়ার রাজধানী দামেস্কের রুশ দূতাবাসে সন্ত্রাসীরা গত দুই দিনে দুইবার মর্টার হামলা চালিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতি ও শুক্রবার সিরিয়ার রাজধানীতে অবস্থিত রাশিয়ার কূটনৈতিক মিশন কমপ্লেক্সে মর্টারের গোলা আঘাত হেনেছে।

দামেস্ক থেকে কয়েক কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত সন্ত্রাসী-নিয়ন্ত্রিত জোবার এলাকা থেকে এসব গোলা নিক্ষেপ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে মস্কো।

বিবৃতিতে বলা হয়, প্রথম গোলাটি দূতাবাসের মূল ভবন ও আবাসিক ভবনগুলোর মধ্যবর্তী স্থানে এসে পড়েছে এবং দ্বিতীয় গোলাটি দূতাবাসের মূল প্রবেশপথের ২০ মিটার দূরে বিস্ফোরিত হয়েছে। এ দুই হামলায় কেউ হতাহত না হলেও দূতাবাসের ক্ষয়ক্ষতি হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে আরো বলেছে, সিরিয়ায় যখন যুদ্ধবিরতি চলছে তখন শান্তি স্থাপনের রাজনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য এ হামলা চালিয়েছে জঙ্গিরা।  বিবৃতিতে আরো বলা হয়েছে, “এই অপরাধের জন্য সন্ত্রাসীদের শাস্তি পেতে হবে।”

বিবৃতিতে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ এবং জাবহাত ফাতেহ আশ-শামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।

এ নিয়ে সংঘর্ষ-পীড়িত সিরিয়ায় গত কয়েক মাসে রুশ দূতাবাসে বেশ কয়েকবার মর্টারের গোলা নিক্ষেপ করেছে উগ্র জঙ্গিরা। তবে এসব হামলায় কেউ হতাহত হয়নি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪

ট্যাগ