ক্ষুধা বিরোধী যুদ্ধে এগিয়ে আছে লাতিন আমেরিকা: খাদ্য ও কৃষি সংস্থা
(last modified Tue, 01 Mar 2016 11:51:19 GMT )
মার্চ ০১, ২০১৬ ১৭:৫১ Asia/Dhaka
  • ক্ষুধা বিরোধী যুদ্ধে এগিয়ে আছে লাতিন আমেরিকা: খাদ্য ও কৃষি সংস্থা

১ মার্চ (রেডিও তেহরান): খাদ্য এবং কৃষি সংস্থা বা ‘ফাও’ বলেছে, ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধে সবচেয়ে অগ্রগতি লাভ করেছে লাতিন আমেরিকা। ‘ফাও’এর কর্মকর্তা অ্যাদ্রোইনাম সানচেজ এ কথা বলেছেন। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির চারদিনব্যাপী আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী দিনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এ কথা সত্য যে লাতিন আমেরিকায় এখনো তিন কোটি ৪৩ লাখ মানুষের এখনো ঘাটতি রয়েছে। এ সত্ত্বেও ১৯৯০এর দশকে লাতিন অ্যামেরিকায় ক্ষুধার্ত মানুষের হার ১৪ দশমিক ৭ শতাংশ থেকে হ্রাস পেয়ে ৫.৫ শতাংশে এসে ঠেকেছে বলে জানান তিনি।

কোনো নাগরিকের ক্ষুধায় কষ্ট পাওয়া মোটেও স্বাভাবিক ঘটনা হতে পারে না উল্লেখ করে তিনি আরো বলেন, ক্ষুধা দূর করার বিষয় নিয়ে বর্তমানের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।#

রেডিও তেহরান/সমর/১

ট্যাগ