চীনের মোকাবিলায় জাপানকে রক্ষা করবে আমেরিকা: ট্রাম্প
(last modified Sat, 11 Feb 2017 01:33:03 GMT )
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ০৭:৩৩ Asia/Dhaka
  • হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন অ্যাবে
    হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন অ্যাবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনযো অ্যাবে’কে এই বলে আশ্বস্ত করেছেন যে, চীন ও উত্তর কোরিয়ার সম্ভাব্য আগ্রাসনের মোকাবিলায় জাপানকে রক্ষা করবে আমেরিকা।

হোয়াইট হাউজে অ্যাবের সঙ্গে এক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস দেন।  জাপানের সঙ্গে আমেরিকার বহু পুরনো প্রতিরক্ষা চুক্তির সমর্থনে কথা বলেন ট্রাম্প।  তিনি বলেন, “আমরা জাপানের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।  আমাদের দু’টি দেশের জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর। আমার প্রশাসন এ সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে বদ্ধপরিকর।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, জাপানের সঙ্গে তার দেশের প্রতিরক্ষা চুক্তি আওতায় চীনের সঙ্গে জাপানের মালিকানা নিয়ে বিতর্কিত দ্বীপপুঞ্জ সেনকাকুও রয়েছে।  অর্থাৎ ওই দ্বীপপুঞ্জ নিয়ে চীনের সঙ্গে জাপানের সংঘাত বাধলে ওয়াশিংটন টোকিওর পাশে গিয়ে দাঁড়াবে।

পরে দুই নেতার পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সেনকাকু দ্বীপপুঞ্জে জাপানের সার্বভৌম ক্ষমতা ক্ষুণ্ন করে  এমন যেকোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করেছে দু’দেশ।  চীন সাগরে অবস্থিত সেনকাকু দ্বীপের ওপর চীনও মালিকানা দাবি করে এবং সেদেশে ওই দ্বীপপুঞ্জ ‘দিয়াইয়ু’ নামে পরিচিত।

ট্রাম্পের বক্তব্য চীনকে মারাত্মক ক্ষুব্ধ করে তুলবে বলে মনে করা হচ্ছে। কারণ, এর আগে   মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস একই ধরনের বক্তব্য দিয়ে বেইজিংয়ের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া শুনেছিলেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১

ট্যাগ