অভিবাসী বিষয়ক নয়া মার্কিন নির্দেশনা মানবে না মেক্সিকো: পররাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 23 Feb 2017 03:21:56 GMT )
ফেব্রুয়ারি ২৩, ২০১৭ ০৯:২১ Asia/Dhaka
  • মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিডেগ্যারে
    মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিডেগ্যারে

কাগজপত্রবিহীন অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার ব্যাপারে মার্কিন সরকার যে নয়া নির্দেশনা জারি করেছে মেক্সিকো তার নিন্দা জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার প্রকাশিত পরিকল্পনায় বলা হয়েছে, ‘অবৈধভাবে’ যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রায় সব মানুষকে দেশটি থেকে বহিস্কার করা হবে।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিডেগ্যারে বলেছেন, একটি সরকার অন্য কারো ওপর এককভাবে যদি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় তবে তার দেশ তা মেনে নেবে না।  দু’জন শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা যখন মেক্সিকো সফর করতে যাচ্ছেন তখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দিলেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, অভিবাসীদের নিয়ে নয়া নির্দেশনা বাস্তবায়নের ব্যাপারে মেক্সিকোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং হোমল্যান্ড সিকিউরিটির প্রধান জন কেলি শিগগিরই দেশটি সফরে যাচ্ছেন।

ট্রাম্প প্রশাসন দাবি করছে, মার্কিন ইমিগ্রেশন আইনের একটি ধারায় বলা আছে, যুক্তরাষ্ট্রে কাগজপত্রবিহীন অভিবাসী পাওয়া গেলেই সে কোন দেশ থেকে এসেছে তা বিবেচনা না করেই তাকে মেক্সিকোয় ফেরত পাঠানো হবে।  মার্কিন সরকার এই ধারাটি কার্যকর করতে চায়। তবে ওয়াশিংটন মেক্সিকোকে বিদেশিদের গ্রহণ করতে বাধ্য করবে কিনা তা এখনো স্পষ্ট নয়।

এ সম্পর্কে ভিডেগ্যারে বুধবার বলেছেন, বিষয়টিতে মেক্সিকোর কোনো স্বার্থ নেই বলে আমরা এটিকে মেনে নেব না।  তিনি মেক্সিকোর নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহারের ব্যাপারেও ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩

 

ট্যাগ