সিরিয়া বিষয়ক আলোচনায় ঐক্য সরকারের ইস্যু গুরুত্ব পাওয়া উচিত: রাশিয়া
(last modified Thu, 02 Mar 2017 11:07:24 GMT )
মার্চ ০২, ২০১৭ ১৭:০৭ Asia/Dhaka
  • নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম ইয়াকুবা (বামে) ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম ইয়াকুবা (বামে) ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, জেনেভায় সিরিয়া বিষয়ক আলোচনায় জাতীয় ঐকমত্যের সরকার গঠনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়া উচিত। এ ধরনের সরকার গঠিত হলে যুদ্ধরত পক্ষগুলো ঐক্যের ভিত্তিতে বিধ্স্ত দেশটি পরিচালনা করতে পারবে।

গতকাল (বুধবার) রাজধানী মস্কোয় নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম ইয়াকুবার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ এ কথা বলেন। তিনি বলেন, সিরিয়ায় ঐক্য সরকার গঠিত হতে হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাব অনুসারে। সিরিয়ার চলমান সংকট অবসানের জন্য ২০১৫ সালের ডিসেম্বর মাসে নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে এ প্রস্তাব পাস করা হয়েছিল।    

ল্যাভরভ স্মরণ করিয়ে দেন, নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস করার সময় সিদ্ধান্ত হয়েছিল যে, সিরিয়ায় নতুন সংবিধান তৈরির জন্য রাজনৈতিক প্রক্রিয়া গুরুত্ব পাবে এবং পরে সেই সংবিধান অনুসারে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ল্যাভরভ বলেন, জাতিসংঘের ওই প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে-সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং উগ্র সন্ত্রাসীদের থেকে কথিত উদারপন্থি সন্ত্রাসী আলাদা করা। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়া বিষয়ক আলোচনায় উগ্রপন্থিদের অংশগ্রহণ কোনোভাবেই মেনে নেয়া ঠিক হবে না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২   

 

ট্যাগ