দারিদ্র ও খরা-পীড়িত সোমালিয়ায়ও পরাজিত হয় মার্কিন সেনারা
(last modified Sun, 26 Mar 2017 06:45:50 GMT )
মার্চ ২৬, ২০১৭ ১২:৪৫ Asia/Dhaka
  • দারিদ্র ও খরা-পীড়িত সোমালিয়ায়ও পরাজিত হয় মার্কিন সেনারা

১৯৯৪ সালের ২৫ মার্চ সোমালিয়া ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল দখলদার মার্কিন সেনারা। সোমালিয়ার সহিংসতা দূর করার অজুহাত দেখিয়ে তারা সেখানে প্রবেশ করেছিল ১৯৯২ সালের ডিসেম্বরে।

সোমালিয়ার স্বৈরশাসক জিয়াদ বারি ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরোধী রাজনৈতিক দলগুলো একটি কোয়ালিশন সরকার গঠনে ব্যর্থ হয়। আর এই রাজনৈতিক অচলাবস্থায় দেখা দেয় গৃহযুদ্ধ।

এ অবস্থায় হস্তক্ষেপকামী মার্কিন সরকার শান্তিরক্ষী পাঠানোর অজুহাতে সেখানে পাঠিয়ে দেয় মার্কিন সেনা।

সোমালিয়া বিশ্বের প্রায় সবচেয়ে দরিদ্র দেশ হওয়া সত্ত্বেও দেশটির জনগণ বিদেশী হস্তক্ষেপে ক্ষুব্ধ হয়। দেশটির গেরিলা যোদ্ধারা শত শত মার্কিন সেনাকে হত্যা করলে দখলদার মার্কিন সেনারা আফ্রিকার এই দেশটি থেকে তল্পিতল্পা গুটাতে বাধ্য হয়।  মার্কিন দখলদারিত্ব বিরোধী প্রতিরোধ যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সোমালিয়ার বীর সেনা-কর্মকর্তা জেনারেল আইদিদ।

ভিয়েতনাম যুদ্ধের পর এটা ছিল মার্কিন সেনাদের জন্য আরও একটি বড় লজ্জাজনক পরাজয়। #

পার্সটুডে/মু.আ.হুসাইন/২৬

 

ট্যাগ