সোমালিয়ায় মার্কিন হামলা
আমেরিকার শত্রুদের খুঁজে হত্যা করার অঙ্গীকার করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমালিয়ায় ইসলামিক স্টেট বা আইএস-এর একজন অজ্ঞাত সিনিয়র হামলা পরিকল্পনাকারী এবং অন্য জঙ্গিদের লক্ষ্য করে নির্ভুল বিমান হামলার নির্দেশ দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “এসব হত্যাকারী গুহায় লুকিয়ে থেকে আমেরিকা ও আমাদের মিত্রদের হুমকি দিচ্ছে।”
তিনি বলেন, “এসব হামলায় লুকিয়ে থাকার গুহাগুলো ধ্বংস হয়েছে। সেই সঙ্গে বেসামরিক মানুষদের ক্ষয়ক্ষতি না করেই লুকিয়ে থাকা অনেক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।”

সোমালিয়ায় হামলার লক্ষ্যবস্তু কারও নাম-পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। তিনি সতর্ক করে দিয়ে আরো লিখেছেন, “আইএস এবং অন্য যারা মার্কিনিদের ওপর হামলা করতে চাইছে, তাদের জন্য স্পষ্ট বার্তা-আমরা তোমাদের খুঁজে বের করব এবং হত্যা করব।”
এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, “প্রাথমিকভাবে আমরা মনে করছি, সোমালিয়ায় বিমান হামলায় বেশ কয়েকজন চিহ্নিত ব্যক্তি নিহত হয়েছেন। তবে বেসামরিক কারো কোনো ক্ষতি হয়নি।”
সোমালিয়ার উত্তরাঞ্চলের গোলিস পার্বত্য এলাকায় এসব হামলা চালানো হয়েছে বলেও জানান পিট হেগসেথ।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২