গণমাধ্যমকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i37098-গণমাধ্যমকে_তীব্র_ভাষায়_আক্রমণ_করলেন_প্রেসিডেন্ট_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বড় বড় কবর খোঁড়া ছাড়া গণমাধ্যমগুলোর আর কোনো যোগ্যতা নেই।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ৩০, ২০১৭ ১৮:১০ Asia/Dhaka

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বড় বড় কবর খোঁড়া ছাড়া গণমাধ্যমগুলোর আর কোনো যোগ্যতা নেই।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের হ্যারিসবার্গ শহরে এক জনসভায় তিনি প্রথম ১০০ দিনে তাঁর কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমগুলোর বিরূপ মন্তব্যের জবাবে এ কথা বলেছেন। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর প্রথম ১০০ দিনের কর্মকাণ্ডকে খুবই সফল বলে মন্তব্য করেন ট্রাম্প।

মার্কিন গণমাধ্যমগুলোর প্রতি নজিরবিহীন সমালোচনা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, গণমাধ্যমগুলো ব্যাপারে আমরা সবাই একমত যে তাদের কেবল বড় বড় কবর খোঁড়ার যোগ্যতা রয়েছে অন্য কিছু নয়। বেশিরভাগ গণমাধ্যম সত্য প্রকাশে আন্তরিক নয় এবং সদিচ্ছার অভাব রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

বিশ্লেষকরা বলছেন, আমেরিকায় এ পর্যন্ত যতজন প্রেসিডেন্ট হয়েছেন তার মধ্যে ট্রাম্পের মতো আর কোনো প্রেসিডেন্ট এভাবে খোদ মার্কিন গণমাধ্যমের পক্ষ থেকে এতো বেশি সমালোচনার সম্মুখীন হননি। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার আগেই নির্বাচনী প্রচারকালে এবং ক্ষমতা গ্রহণের পর গত ১০০ দিনে সবসময়ই গণমাধ্যমকে আক্রমণ করে কথা বলেছেন। তিনি বহুবার গণমাধ্যমকে ধোঁকাবাজ ও মিথ্যাবাদী বলে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি তার ভাষায় মিথ্যা খবর প্রকাশের জন্য গণমাধ্যমগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাও বলেন।

আমেরিকার শীর্ষ গণমাধ্যমগুলো তাদের বিভিন্ন রিপোর্ট, প্রতিবেদন, অডিও, ভিডিও ও সাক্ষাতকারগুলোতে ট্রাম্পকে সমালোচনা করতে ছাড়েনি। নির্বাচনী প্রচারণার সময়ও এসব গণমাধ্যম ট্রাম্পকে অত্যন্ত ঝামেলাপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে তুলে ধরেছিল।

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে গণমাধ্যমগুলোর সমালোচনার জবাব দেয়ার চেষ্টা করে আসছেন। বিশেষ করে, টুইটারের মতো মাধ্যম ব্যবহার করে ট্রাম্প তার বিরুদ্ধে সমালোচনার ঝড় অনেকটাই মোকাবেলা করতে সক্ষম হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প গণমাধ্যমের কাছে তার অবস্থান হারানোর পর এখন সরাসরি জনসমাবেশের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন যাতে সবার সমর্থন বজায় থাকে।

ট্রাম্প ও তার উপদেষ্টারা মনে করেন, গণমাধ্যমের প্রতি জনগণের অসন্তোষ্টির কারণেই গত নভেম্বরের নির্বাচনে তারা বিজয়ী হতে পেরেছিলেন। তাদের মতে, তাই আগামী ২০১৮ সালে অনুষ্ঠেয় নির্বাচনেও বিজয়ের ধারা অব্যাহত রাখার জন্য গণমাধ্যমগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেয়া অব্যাহত রাখতে হবে।#

পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/৩০