ল্যাভরভ-টিলারসন আসন্ন বৈঠক: দ্বিপক্ষীয় সম্পর্কে উষ্ণতার আভাস?
(last modified Tue, 09 May 2017 02:06:09 GMT )
মে ০৯, ২০১৭ ০৮:০৬ Asia/Dhaka
  • গত ১২ এপ্রিল রাশিয়ার রাজধানী মস্কোয় ল্যাভরভের সঙ্গে সর্বশেষ সাক্ষাৎ করেন টিলারসন
    গত ১২ এপ্রিল রাশিয়ার রাজধানী মস্কোয় ল্যাভরভের সঙ্গে সর্বশেষ সাক্ষাৎ করেন টিলারসন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটনে অনুষ্ঠেয় এ সাক্ষাতে দুই পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া ও ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

৯ থেকে ১১ মে’র মধ্যে ল্যাভরভের ওয়াশিংটন সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সাক্ষাতে রাশিয়া ও আমেরিকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়েও আলোচনা হবে।  মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেছে, সাক্ষাতে সিরিয়া ও ইউক্রেন ইস্যুকে ওয়াশিংটন সবচেয়ে বেশি গুরুত্ব দেবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রেক্স টিলারসন এ সাক্ষাতে সিরিয়ায় সংঘাত বন্ধ, দেশটির জনগণের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দেয়া এবং সর্বোপরি সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার ব্যাপারে ল্যাভরভের সঙ্গে কথা বলবেন।

এ ছাড়া, ইউক্রেনের পূর্বাঞ্চলে চলমান সংঘর্ষ পুরোপুরি বন্ধ করার পাশাপাশি মিনস্ক চুক্তির পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে এ সংকট সমাধানের উপায় বের করার চেষ্টা করবেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেন সংকটে রাশিয়ার কথিত হস্তক্ষেপের অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে কয়েক দফা মার্কিন নিষেধাজ্ঞা আরোপের জের ধরে বর্তমানে ওয়াশিংটন-মস্কো সম্পর্কে শীতল অবস্থা বিরাজ করছে।

গত ১২ এপ্রিল রাশিয়ার রাজধানী মস্কোয় ল্যাভরভের সঙ্গে সর্বশেষ সাক্ষাৎ করেন টিলারসন। সেটি ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে টিলারসনের প্রথম রাশিয়া সফর। এদিকে ল্যাভরভের আসন্ন ওয়াশিংটন সফর দু’দেশের মধ্যে সম্পর্কে উষ্ণতা তৈরির আভাস কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘দেখি কি হয়।’#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯

 

ট্যাগ