আবার কেলেঙ্কারির সম্মুখীন ট্রাম্প: ‘রাশিয়াকে দিয়েছেন গোপন তথ্য’
(last modified Tue, 16 May 2017 01:22:36 GMT )
মে ১৬, ২০১৭ ০৭:২২ Asia/Dhaka
  • আবার কেলেঙ্কারির সম্মুখীন ট্রাম্প: ‘রাশিয়াকে দিয়েছেন গোপন তথ্য’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশ সম্পর্কে ‘অতি গোপন তথ্য’ রাশিয়ার কাছে ফাঁস করে দিয়েছেন বলে অজ্ঞাত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছে।

দৈনিকটি বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মিত্র দেশের কাছ থেকে ওয়াশিংটন দায়েশ সম্পর্কে ওই তথ্য পেয়েছিল এবং তা রাশিয়াকে জানাতে নিষেধ করেছিল মিত্র দেশটি।

গত বুধবার হোয়াইট হাউজে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে এক সাক্ষাতে ওই গোপন তথ্য তুলে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প। 

ট্রাম্পের বিরোধিরা রুশ রাষ্ট্রদূতের সঙ্গে তার ওই সাক্ষাতের তীব্র সমালোচনা করেছিলেন। বিশেষ করে যখন কিসলিয়াকের সঙ্গে গোপন সাক্ষাতের জের ধরে ট্রাম্পের আগের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ফ্লিনকে সরিয়ে দিতে হয়েছিল। এ ছাড়া, মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই’র পরিচালক জেমস কোমিকে আকস্মিকভাবে বরখাস্ত করার একদিন পর রুশ পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।

বুধবার হোয়াইট হাউজে দুই রুশ কূটনীতিকের সঙ্গে হাসিঠাট্টায় মেতে ওঠেন ট্রাম্প

বার্তা সংস্থা রয়টার্সও নিজস্ব সূত্রের মাধ্যমে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবরের সত্যতা নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দায়েশের একটি অভিযানের পরিকল্পনার কথা উল্লেখ করে দুই রুশ কূটনীতিককে জানিয়ে দেন, দায়েশের নিয়ন্ত্রিত কোন শহরে বসে এই গোষ্ঠী ওই হামলার পরিকল্পনা করছে। 

মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞরা এই মর্মে আশঙ্কা প্রকাশ করেছেন যে, ট্রাম্পের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে রাশিয়া আমেরিকার ওই মিত্র দেশ এবং দায়েশের কাছ থেকে সেই দেশটির গোয়েন্দা তথ্য সংগ্রহের গোপন রহস্য জেনে যেতে পারে। 

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট আরো জানিয়েছে, ল্যাভরভ ও কিসলিয়াকের সঙ্গে ট্রাম্পের ওই কথোপকথনের পরপরই হোয়াইট হাউজের কর্মকর্তারা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি জানিয়ে দেন।

অবশ্য একজন সিনিয়র মার্কিন নিরাপত্তা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবর অস্বীকার করেছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ উপদেষ্টা ডিনা পাওয়েল দাবি করছেন, ‘এই ঘটনা মিথ্যা।‘’ তিনি বলেছেন, দু’টি দেশের যৌথ শত্রু  সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প মত বিনিময় করেছেন মাত্র। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল এইচআর ম্যাকমাস্টারও বলেছেন, দৈনিকটিতে প্রকাশিত খবর সত্য নয়।

গত বছরের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের নির্বাচনি প্রচারণা টিম রাশিয়ার সঙ্গে গোপন যোগসাজশ করেছে এবং মস্কোর হস্তক্ষেপে ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন বলে যখন ব্যাপকভাবে অভিযোগ রয়েছে তখন নতুন করে কেলেঙ্কারির সম্মুখীন হলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বর্তমানে তার বিরুদ্ধে আগের অভিযোগ তদন্ত করছে।

ট্রাম্প অবশ্য তার বিরুদ্ধে আনীত আগের অভিযোগকে ‘ভুয়া খবর’ বলে নাকচ করে দিয়েছে। তিনি গত বছরের নির্বাচনের আগে তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন যে, হিলারি রাষ্ট্রীয় গোপন তথ্য সঠিকভাবে গোপন রাখতে ব্যর্থ হয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬
 

ট্যাগ