ট্রাম্পের সমালোচনায় ইমরান: বললেন 'আমরা ইরানকে একঘরে করতে চাই না'
https://parstoday.ir/bn/news/world-i38470-ট্রাম্পের_সমালোচনায়_ইমরান_বললেন_'আমরা_ইরানকে_একঘরে_করতে_চাই_না'
পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের প্রধান ইমরান খান বলেছেন, সৌদি আরবের রাজধানী রিয়াদে যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তাতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মুসলিম সম্প্রদায় বিশেষ করে ইসলামি প্রজাতন্ত্র ইরান, ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ও ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে পারেন নি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২২, ২০১৭ ১৯:৫৭ Asia/Dhaka
  • ইমরান খান (সামনে)
    ইমরান খান (সামনে)

পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের প্রধান ইমরান খান বলেছেন, সৌদি আরবের রাজধানী রিয়াদে যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তাতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মুসলিম সম্প্রদায় বিশেষ করে ইসলামি প্রজাতন্ত্র ইরান, ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ও ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে পারেন নি।

গতকাল (রোববার) সৌদি রাজধানী রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর উপলক্ষে ‘আরব-ইসলামি-আমেরিকান’ নামে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইমরান বলেন, নওয়াজের এ সফর ছিল নিতান্তই অর্থহীন। পাক প্রধানমন্ত্রীর সমালোচনা করে পিটিআই নেতা আরো বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের আত্মত্যাগকে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ রিয়াদ সম্মেলনে ট্রাম্পকে সংশোধন করে দিতে পারেন নি।

ট্রাম্পের সমালোচনা করে ইমরান খান বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমেরিকার হয়ে যুদ্ধ করে দিচ্ছে ইসলামাবাদ এবং তাতে পাকিস্তানের ৭০ হাজার মানুষ মারা গেছে কিন্তু তিনি পাকিস্তানের নাম পর্যন্ত উল্লেখ করেন নি।” পিটিআই নেতা বলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান সামনের সারিতে রয়েছে এবং এত আত্মত্যাগ করল কিন্তু সম্মেলনে পাকিস্তানের পরিবর্তে ভারতের প্রশংসা করেছেন। যেসব দেশ সন্ত্রাসবাদের শিকার তার মধ্যে রিয়াদ সম্মেলনে ভারতের নাম উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এ সম্পর্কে ইমরান খান বলেন, ট্রাম্প ভারতের আত্মত্যাগের প্রশংসা করেছেন কিন্তু কাশ্মিরের জনগণের ওপর তারা যে বর্বরতা চালাচ্ছে তা নিয়ে কোনো কথা বলেন নি; এমনকি ফিলিস্তিনের জনগণ নিয়েও কিছু বলেন নি।

ইমরান খান পরিষ্কার করে বলেছেন, সম্মেলনে ট্রাম্প যখন ইরানের সমালোচনা করে দেশটিকে একঘরে করার আহ্বান জানান তখন নওয়াজ শরীফের উচিত ছিল এ কথা বলা যে, এ ধরনের উদ্যোগ মুসলিম বিশ্বের স্বার্থের পরিপন্থি। তিনি বলেন, নওয়াজ শরীফ রিয়াদ সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন এবং এ কথা তার জোর দিয়ে বলা উচিত ছিল যে, পাকিস্তান ইরানকে একঘরে করতে চায় না।

ইমরান বলেন, “রিয়াদ সম্মেলনে আমাদের সামনে সুযোগ ছিল কিন্তু আমরা চুপ ছিলাম। আমরা মুসলিম বিশ্বের মধ্যে বিভেদ চাই না।” মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার জন্য পাকিস্তানের উদ্যোগ নেয়া উচিত বলেও মন্তব্য করেন ইমরান খান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২