সংকট নিরসনে কাতার ও কুয়েত যাচ্ছেন নওয়াজ শরীফ
https://parstoday.ir/bn/news/world-i39812-সংকট_নিরসনে_কাতার_ও_কুয়েত_যাচ্ছেন_নওয়াজ_শরীফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর মধ্যকার চলমান সংকট শান্তিপূর্ণভাবে নিরসনের জন্য তার দেশ সবকিছু করবে। এর অংশ হিসেবে তিনি শিগগিরি কাতার ও কুয়েত সফরে যেতে পারেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১০, ২০১৭ ০০:২০ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ
    পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর মধ্যকার চলমান সংকট শান্তিপূর্ণভাবে নিরসনের জন্য তার দেশ সবকিছু করবে। এর অংশ হিসেবে তিনি শিগগিরি কাতার ও কুয়েত সফরে যেতে পারেন।

সাংহাই সহযোগিতা পরিষদের সম্মেলনে যোগ দিতে তিনি বর্তমানে কাজাখস্তানের রাজধানী আস্তানায় অবস্থান করছেন। সম্মেলন শেষে তিনি কাতার ও কুয়েত সফরে যেতে পারেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে।

বৈঠকের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় নওয়াজ শরীফ বলেন, “যেহেতু সৌদি আরব, কাতার ও ইরানের সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক রয়েছে সে কারণে আমরা চলমান সমস্যা শান্তিপূর্ণভাবে নিরসনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাব।” নওয়াজ শরীফ আরো বলেন, আরব দেশগুলোর এ সংকটের অবসান ঘটাতে মুসলিম বিশ্বের ভূমিকা নেয়া উচিত।

 

সন্ত্রাসীদেরকে সমর্থনের অভিযোগে গত সোমবার কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। তবে কাতার এ অভিযোগ সরাসরি নাকচ করে বলেছে, কোনো ধরনের চাপের মুখে আত্মসমর্পণ করবে না দোহা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯