সোমালিয়ার হোটেলে আশ-শাবাব গোষ্ঠীর হামলা: ১১ জন নিহত
(last modified Thu, 15 Jun 2017 10:22:54 GMT )
জুন ১৫, ২০১৭ ১৬:২২ Asia/Dhaka
  • সোমালিয়ার হোটেলে আশ-শাবাব গোষ্ঠীর হামলা: ১১ জন নিহত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলের প্রবেশপথে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট উগ্র আশ-শাবাব গোষ্ঠী গাড়ি বোমা হামলা চালিয়ে ১১ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। হামলার পর সন্ত্রাসীরা হোটেলের পাশে অবস্থিত একটি রেস্টুরেন্ট থেকে ২০ ব্যক্তিকে পণবন্দি করেছে বলেও খবর পাওয়া গেছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসীরা গতকাল বুধবার প্রথমে পোশ হোটেলের প্রবেশপথে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় এবং এর কিছুক্ষণ পরে ওই হোটেলের কাছেই অবস্থিত কিশোর-কিশোরীদের কাছে অতি জনপ্রিয় একটি পিৎজা হাউজ রেস্টুরেন্টে হামলা চালায়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

নিরাপত্তা বাহিনীর উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করতে বন্দুকধারীরা বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয় বলে ওই কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনাস্থলের কাছে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে।

এদিকে, সন্ত্রাসীরা এখনো পিৎজা হাউজে অবস্থান করছে এবং তারা ২০ জনের বেশি ব্যক্তিকে পণবন্দি করে রেখেছে। আটক ব্যক্তিদের মধ্যে কতজন জীবিত বা মৃত সে সম্পর্কে জানা সম্ভব হয় নি বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হোটেলে অবস্থান করা ব্যক্তিদেরকে নিরাপদে বাইরে বের করে আনা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এদিকে, গাড়ি বোমা বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছে বলে অন্যান্য সূত্র জানিয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৫

 

 

ট্যাগ