ইউক্রেনে রুশ দূতাবাসে হামলার ঘটনায় আমেরিকার নিন্দা জানাল মস্কো
(last modified Fri, 11 Mar 2016 07:00:46 GMT )
মার্চ ১১, ২০১৬ ১৩:০০ Asia/Dhaka
  • ইউক্রেনে রুশ দূতাবাসে হামলার ঘটনায় আমেরিকার নিন্দা জানাল মস্কো

ইউক্রেনে রুশ দূতাবাসে দু’টি সহিংস হামলার নিন্দা না জানানোয় মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “আমাদের ক্ষেত্রে আমাদের পশ্চিমা মিত্রদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না...এবং এখানে অবশ্যই ভণ্ডামি ও দ্বৈত নীতি কাজ করেছে।”

বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভের রুশ দূতাবাসে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা দূতাবাস ভবন লক্ষ্যে করে পাথর, ডিম ও আয়োডিন বোতল নিক্ষেপ করে।

এর আগে রোববার রাতেও কিছু লোক রুশ দূতাবাসে হামলা চালায়। তারা দূতাবাসের গাড়িতে আগুন ধরিয়ে দেয়, রুশ পতাকা ছিড়ে ফেলে এবং দূতাবাস চত্বরে স্মোক বোমা নিক্ষেপ করে।

মার্কিন সরকার বা তার কোনো পশ্চিমা মিত্র দেশ এসব হামলার নিন্দা জানায়নি।

এ সম্পর্কে ল্যাভরভ বলেন, গুণ্ডাদের এ হামলার ব্যাপারে কথিত আন্তর্জাতিক সমাজ কোনো প্রতিক্রিয়া জানায়নি। অথচ পশ্চিমা দেশগুলোর যেকোনো কূটনৈতিক মিশনে হামলা হলেই সঙ্গে সঙ্গে রাশিয়া নিন্দা জানিয়ে এসেছে। রুশ শীর্ষ কূটনীতিক বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলোচনায় তিনি এ বিষয়টি তুলবেন। এ ছাড়া, ইউরোপীয় দেশগুলোর কাছেও এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বার্তা পাঠানো হবে।#

রেডিও তেহরান/মুজাহিদুল ইসলাম/১১

ট্যাগ