‘জাবহাতুন নুসরা’র বিরুদ্ধে যুদ্ধ করছে না আমেরিকা’
-
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে আমেরিকা দ্বিমুখী নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই অভিযোগ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী জোট সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জাবহাতুন নুসরার বিরুদ্ধে হামলা না চালিয়ে উল্টো বরং এই গোষ্ঠীকে রক্ষার চেষ্টা করছে।
ল্যাভরভ বলেন, সিরিয়া সরকারের পতন ঘটানোর লক্ষ্যে এই জঙ্গি গোষ্ঠীকে বাঁচিয়ে রাখতে চায় ওয়াশিংটন।
এর আগে পদস্থ রুশ সেনা কর্মকর্তা সের্গেই রুদস্কয় সম্প্রতি বলেছিলেন, মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী জোট সিরিয়ায় উগ্র জঙ্গী গোষ্ঠী দায়েশ নির্মূলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে নির্মূলের লক্ষ্যে কথিত আন্তর্জাতিক জোট গঠন করা হয়েছিল। কিন্তু বাস্তবে কথিত ওই জোট সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করছে বলে বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গেছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩