সিয়েরা লিওনে ভয়াবহ পাহাড়ধস; অন্তত ৩১২ জনের প্রাণহানি
(last modified Tue, 15 Aug 2017 01:04:24 GMT )
আগস্ট ১৫, ২০১৭ ০৭:০৪ Asia/Dhaka
  • সিয়েরা লিওনে ভয়াবহ পাহাড়ধস; অন্তত ৩১২ জনের প্রাণহানি

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও পাহাড় ধসে অন্তত ৩১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় ঘরবাড়ি হারিয়েছেন আরো ২,০০০-এর বেশি মানুষ। ফ্রিটাউনের হাসপাতালগুলো আহতদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে।

আন্তর্জাতিক রেডক্রসের মুখপাত্র প্যাট্রিক ম্যাসাকুই বলেছেন, এখনো ফ্রিটাউনের দুর্গত সব এলাকায় ত্রাণকর্মীরা পৌঁছাতে পারেননি বলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।

বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা  জানিয়েছেন, পাহাড় থেকে নেমে আসা ঢলে শহরের রাস্তাগুলো লাল রঙের মাটি মিশ্রিত পানির নদীতে পরিণত হয়েছে এবং এর ভেতরে বিভিন্ন জায়গায় মৃত মানুষের লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য সেনাবাহিনী নামানো হয়েছে। সিয়েরা লিওনের ভাইস প্রেসিডেন্ট ভিক্টর ফোহ বলেছেন, এখনো শত শত মানুষ ধ্বংসস্তুপ ও কাদামাটির নীচে চাপা পড়ে আছে বলে তিনি আশঙ্কা করছেন। পাহাড় কেটে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণকে তিনি এই বিপর্যয়ের কারণ বলে উল্লেখ করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫

ট্যাগ