নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ১৮ ব্যক্তি নিহত
(last modified Sat, 02 Sep 2017 11:05:34 GMT )
সেপ্টেম্বর ০২, ২০১৭ ১৭:০৫ Asia/Dhaka
  • নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী।
    নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী।

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের সীমান্তবর্তী নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় উগ্র তাকফিরি গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ১৮ ব্যক্তি নিহত হয়েছেন। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এসব ব্যক্তি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পুর্বে বানকি শহরে বোকো হারামের সন্ত্রাসীরা বেসামরিক লোকজনের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে বলে দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন। স্থানীয় সম্প্রদায়ের নেতা আবর আলী ১৮ ব্যক্তির নিহতদের কথা নিশ্চিত করেছেন।  

এছাড়া, বোকো হারামের সন্ত্রাসীরা গত মাসে বোরনো রাজ্যের বহু গ্রামে হামলা চালিয়ে অন্তত ২৭ ব্যক্তিকে হত্যা করেছে। গত আট বছর ধরে সন্ত্রাসীরা এই রাজ্যের বিভিন্ন অংশে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক ব্যক্তিদের ওপর পাশবিক হামলা চালিয়ে আসছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২  

 

ট্যাগ