আমেরিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে রাশিয়া
(last modified Wed, 06 Sep 2017 05:56:40 GMT )
সেপ্টেম্বর ০৬, ২০১৭ ১১:৫৬ Asia/Dhaka
  • ল্যাভরভ (বামে) ও টিলারসন
    ল্যাভরভ (বামে) ও টিলারসন

আমেরিকার ভূখণ্ডে রাশিয়ার তিনটি কূটনৈতিক স্থাপনা দখল করায় মার্কিন সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার উদ্যোগ নিয়েছে মস্কো। বিষয়টি গতকাল (মঙ্গলবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে ফোনালাপের মাধ্যমে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “ফোনালাপের সময় ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যে, যখন আন্তর্জাতিক কূটনীতির কথা বলা হয় তখন মার্কিন ভূখণ্ডে রাশিয়ার তিনটি বাণিজ্য মিশন দখলে নেয়াকে আন্তর্জাতিক নিয়ম-নীতির চরম লঙ্ঘন বলেই গণ্য করতে হবে।”

চীনের শিয়ামেনে সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। পুতিনের এ বক্তব্যকে ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে স্পষ্ট করে জানিয়েছেন। তবে কোন আদালতে রাশিয়া আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে প্রাথমিকভাবে তা পরিষ্কার নয়। এ বিষয়ে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ গতকাল বলেছেন, মস্কো এ বিষয়ে একটি মামলা দায়েরের কাজ করছে এবং যে আদালত রাশিয়াকে তার স্বার্থ রক্ষার জন্য সর্বোচ্চ সুযোগ দেবে সেখানেই মামলা দায়ের করা হবে।

গত ৩১ আগস্ট মার্কিন সরকার স্যান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনের তিনটি বাণিজ্য মিশন খালি করার জন্য মাত্র ৭২ ঘণ্টার সময় বেধে দেয় রাশিয়াকে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬

 

ট্যাগ