'১১ সেপ্টেম্বরের হামলার মহড়ায় মদদ থাকতে পারে সৌদি সরকারের'
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার অগ্রিম মহড়া বা অনুশীলনে জড়িত দুই সৌদি নাগরিককে ওয়াশিংটনস্থ সৌদি দূতাবাস অর্থ যুগিয়ে থাকতে পারে বলে দাবি করা হয়েছে। সৌদি সরকারের বিরুদ্ধে এক মামলায় এ সংক্রান্ত সাক্ষ্য-প্রমাণ সরবরাহ করা হয়েছে বলে মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্ট সম্প্রতি খবর দিয়েছে।
এই নতুন সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে সম্ভবত এ ধারনা জোরদার হচ্ছে যে সৌদি সরকারের কর্মকর্তা ও অনুচর নয়-এগারোর ঘটনায় জড়িত ছিনতাইকারীদের পরিচালনা করেছে এবং তাদের মদদও যুগিয়েছে।
নয়-এগারোর হামলার ঘটনায় নিহত ১৪০০ ব্যক্তির পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, ওই হামলার দুই বছর আগে ওয়াশিংটনস্থ সৌদি দূতাবাস মার্কিন যুক্তরাষ্ট্রে ছাত্র হিসেবে বসবাসকারী দুই নাগরিককে ফিনিক্স থেকে ওয়াশিংটনে বিমানে সফর করার জন্য অর্থ দিয়েছিল। ওই সফরটি ছিল নয়-১১'র হামলার এক মহড়া।
মামলায় নথিবদ্ধ হওয়া সাক্ষ্যে দেখা গেছে সৌদি সরকারি কর্মকর্তারা ওই হামলায় অর্থ ছাড়াও ওই ষড়যন্ত্র বাস্তবায়নের ক্ষেত্রেও সহায়তা দিয়েছিল। বিমানের ককপিটের নিরাপত্তা পরীক্ষাসহ ওই হামলার প্রাথমিক পর্যায়গুলোতে সৌদি সরকারের দায়-দায়িত্বমূলক ভূমিকা থাকতে পারে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আইনজীবী জানিয়েছেন।
বাদীপক্ষের প্রধান আইনজীবী সিন কার্টার বলেছেন, আমরা দীর্ঘকাল ধরেই বলে আসছি যে আল-কায়দার সঙ্গে সৌদি সরকারের ধর্মীয় অংশের সঙ্গে দীর্ঘস্থায়ী ও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর এই ঘটনা তার আরও এক নতুন সাক্ষ্য।
নয়-এগারোর হামলার বিষয়ে সৌদি সরকার তার বিরুদ্ধে মামলার বিপজ্জনক পরিণতি সম্পর্কে মার্কিন সরকারকে গত বছর সতর্ক করে দিয়েছিল। #
পার্সটুডে/মু.আ. হুসাইন/১১