ইরানের শত্রুদের সঙ্গে কোনো সহযোগিতা করব না: মালি
-
ইসাকা সিদিবি এবং লারিজানির মধ্যে করমর্দন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক বাড়াতে আফ্রিকান বহু দেশের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন মালির জাতীয় পরিষদের প্রধান ইসাকা সিদিবি। তিনি আরো বলেন, তেহরানের শত্রুদের সঙ্গে তার দেশ কখনো সহযোগিতা করবে না।
গতকাল (শনিবার) বিকেলে তেহরান সফরত সিদিবি ইরানের সংসদ স্পিকার আলী লারিজানির সাথে বৈঠকে এ মন্তব্য করেন। বৈঠকে ইসলামি ইরান এবং আফ্রিকান দেশগুলোর মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন তিনি।
লারিজানি বলেন, আফ্রিকান দেশগুলোর সাথে ইরানের সুসম্পর্ক রয়েছে। এ অঞ্চলের বিভিন্ন ইস্যুতে আমরা সব সময় তীক্ষ্ণ নজর রাখছি এবং আফ্রিকান দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আমরা সর্বদা সমর্থন দিয়ে আসছি। আগামী বছরগুলোতে ইরানের আফ্রিকা কৌশলে পরিবর্তন আনার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রেসিডেন্ট হাসান রুহানির প্রশাসনের শীর্ষস্থানীয় এ কর্মকর্তা।
মালির জাতীয় পরিষদের প্রধান গতকাল জোর দিয়ে বলেন, তার দেশ সবসময় ইরানের বন্ধু দেশ হিসেবে থাকবে এবং কখনোই তেহরানের শত্রুদের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা করবে না। এছাড়া, বৈঠকে লারিজানি দুই দেশের সংসদীয় পর্যায়ে বর্তমানে যে সম্পর্ক রয়েছে তার ভূঁয়সী প্রশংসতা করেন। দুই পক্ষ অর্থনৈতিক ক্ষেত্রে আরো সম্পর্ক বাড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/৮