রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ করুন: সুচির প্রতি ইইউ’র আহ্বান
(last modified Thu, 19 Oct 2017 00:06:11 GMT )
অক্টোবর ১৯, ২০১৭ ০৬:০৬ Asia/Dhaka
  • সু চি (বামে) ও মোগেরিনি (ফাইল ছবি)
    সু চি (বামে) ও মোগেরিনি (ফাইল ছবি)

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতা বন্ধ করতে দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি’র প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি বুধবার রাতে এক টেলিফোনালাপে সু চি’র প্রতি এ আহ্বান জানিয়েছেন।

টেলিফোনালাপে রোহিঙ্গাদের বিরুদ্ধে ভয়াবহ দমন অভিযান বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান মোগেরিনি।

এর আগে বিশ্বের বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের উপ মহাসচিব জেফরি ফেল্টম্যান মঙ্গলবার রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে দমন অভিযান বন্ধ করার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানান। তিনি নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দিতে বাধা দেয়ায় মিয়ানমার সরকারের তীব্র সমালোচনা করেন।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের একাংশ (ফাইল ছবি)

ইচ্ছা থাকা সত্ত্বেও মিয়ানমার সরকারের বাধার কারণে দেশটির রাখাইন প্রদেশের মুসলমানদের কাছে ত্রাণ পৌঁছে দিতে পারছে না বিশ্বের বহু দেশ। ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থা শুধুমাত্র বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের কাছে ত্রাণ পৌঁছে দিতে সক্ষম হয়েছে। ইরানের রেডক্রিসেন্ট সোসাইটি এ পর্যন্ত তিন চালানে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের জন্য ১৩০ টন সাহায্য পাঠিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯

ট্যাগ