‘বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা রক্ষার জন্য পরমাণু সমঝোতার প্রয়োজন রয়েছে’
(last modified Sat, 21 Oct 2017 05:35:23 GMT )
অক্টোবর ২১, ২০১৭ ১১:৩৫ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের সঙ্গে সম্পাদিত চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা রক্ষার জন্য একান্তভাবেই প্রয়োজনীয়। জিসিপিওএ ত্যাগ করার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে এ কথা বলেন তিনি।

গতকাল (শুক্রবার) মস্কোয় পরমাণু অস্ত্র নির্মূল সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেন ল্যাভরভ। তিনি বলেন, ২০‌১৫ সালে সম্পাদিত জেসিপিওএ একতরফাভাবে পরিবর্তন করলে এটি বিলুপ্ত হতে পারে। 

এছাড়া, জেসিপিওএ সই হওয়ার আগের অবস্থায় ফিরে যাওয়া পুরোপুরি অসম্ভব বলে উল্লেখ করেন ল্যাভরভ। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আবারো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়ার প্রশ্নই ওঠে না।

ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বাড়তি পরিদর্শনের কথাও নাকচ করে দেন তিনি। জেসিপিওএর শর্তের বাইরে এমন পরিদর্শনের প্রয়োজন নেই বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ নিয়মিত নজর রাখছে এবং ইরান কঠোরভাবে নিজ দায়িত্ব পালন করছে তাও নিশ্চিত করছে এ সংস্থা।

জেসিপিওএ নিয়ে নতুন আলোচনার বিষয়ে মার্কিন দাবি সম্পর্কেও কথা বলেন ল্যাভরভ। তিনি বলেন, এ সমঝোতায় যে কোনো পরিবর্তন আনতে গেলে ইরানসহ সবপক্ষের অনুমোদন লাগবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহখানেক আগে এক বক্তৃতায় বলেছেন, ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে বলে আনুষ্ঠানিকভাবে তিনি আর প্রত্যয়ন করবেন না। পাশাপাশি আমেরিকা এ সমঝোতা থেকে বের হয়ে যেতে পারে বলেও আভাস দেন। তারপর সের্গেই ল্যাভরভ এ বক্তব্য দিলেন।#

পার্সটুডে/মূসা রেজা/২১

 

ট্যাগ