বোকো হারামের নেতার স্ত্রী নিহত: সত্যতা যাচাই করছে নাইজেরিয় সেনাবাহিনী
(last modified Thu, 26 Oct 2017 06:21:04 GMT )
অক্টোবর ২৬, ২০১৭ ১২:২১ Asia/Dhaka
  • বোকো হারামের নেতার স্ত্রী নিহত: সত্যতা যাচাই করছে নাইজেরিয় সেনাবাহিনী

নাইজেরিয়ার সেনাবাহিনী বলেছে, তাকফিরি সন্ত্রসীগোষ্ঠী বোকো হারামের নেতা আবুবকর শিকাউর এক স্ত্রী নিহত হওয়ার খবরটি তারা তদন্ত করে দেখছে। সম্প্রতি এক বিমান হামলায় বোকো হারামের অন্যান্য সদস্যসহ শেনকাউর এক স্ত্রী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নাইজেরিয়ার বিমানবাহিনীর মুখপাত্র এয়ার কমোডোর ওলাতোকুনবো আদেসানিয়া বলেন, শিকাউর স্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে। বোনো প্রদেশের উরগা শহরের কাছে বোকা হারামের ওপর বিমান হামলার ছয়দিন পরে এ কথা জানান তিনি।

চলতি মাসের ১৯ তারিখে এ বিমান হামলা চালানো হয়েছিল উল্লেখ করে তিনি আরো বলেন, বোকো হারামের সন্ত্রাসীদের একটি বিশাল সমাবেশের ওপর এ হামলা চালানো হয়। হামলায় বোকা হারামের অনেক সদস্য নিহত হয়েছে এবং ওই এলাকায় আগুন ধরে গিয়েছিল।

তিনি আরো জানান, ফিতদাসি নামে পরিচিত বোকো হারামের নেতার এক স্ত্রী নিহত হয়েছে। চার স্ত্রীর অন্যতম তিনি।  এ ছাড়া, নাইজেরিয়ার সেনাবাহিনী হাসনা ইয়াকুবা নামে আবুবকরের অন্য এক স্ত্রীকে ২০১২ সালে গ্রেফতার করেছিল। অবশ্য এক বছর পরে বোকো হারামের শীর্ষ অন্যা‍ন্য নেতাদের স্ত্রীর সঙ্গে তাকেও মুক্তি দেয়া হয়।#

 

পার্সটুডে/মূসা রেজা/২৬

 

ট্যাগ