জিম্বাবুয়ের প্রেসিডেন্ট গৃহবন্দী; অভ্যুত্থানের কথা অস্বীকার করল সেনাবাহিনী
(last modified Wed, 15 Nov 2017 12:46:57 GMT )
নভেম্বর ১৫, ২০১৭ ১৮:৪৬ Asia/Dhaka
  • রবার্ট মুগাবে
    রবার্ট মুগাবে

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে-কে গৃহবন্দী করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ফোনে নিজের বন্দিদশার কথা জানিয়েছেন মুগাবে। তবে তিনি ভালো আছেন। দক্ষিণ আফ্রিকার সরকারের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

জিম্বাবুয়ের সেনাবাহিনীই বর্তমানে দেশটি নিয়ন্ত্রণ করছে। রাজধানী হারারে'র রাজপথে সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। তবে সামরিক অভ্যুত্থানের খবর অস্বীকার করেছে সেনাবাহিনী। গতকাল মধ্যরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন দখল করে নেয় সেনাবাহিনী। সেখানে চিফ অব স্টাফ লোজিস্টিক মেজর জেনারেল এসবি মোয়ো টেলিভিশনে দেওয়া এক বিবৃতি পাঠ করেন।

তিনি বলেন, "৯৩ বছর বয়সী মুগাবে ও তার পরিবার নিরাপদে ও ভালো আছেন। আমাদের একমাত্র টার্গেট মুগাবেকে ঘিরে থাকা অপরাধীরা। তাদের কারণেই দেশটিতে সামাজিক ও অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয়। তাদের বিচারের আওতায় আনতে এ পদক্ষেপ।"

জিম্বাবুয়ের কয়েকজন সেনা কর্মকর্তা

তিনি বলেন, এটি কোনো অভ্যুত্থান নয়। এ অভিযান সম্পন্ন হলেই দেশে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে ওই বিবৃতিতে আশা প্রকাশ করেন সেনাবাহিনীর একজন মুখপাত্র।

গত ৬ নভেম্বর জিম্বাবুয়ের ভাইস প্রেসিডেন্ট ইমারসন মেনানগাগওয়াকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট মুগাবে। এরপরই সেনাবাহিনী মুগাবের ওপর ক্ষুব্ধ হয় এবং সেনা অভ্যুত্থানের আশঙ্কা সৃষ্টি হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫

ট্যাগ