ইরানি নারীদের অগ্রগতিতে আমি রোমাঞ্চিত ও বিস্মিত: জিম্বাবুয়ের নারী বিষয়ক মন্ত্রী
(last modified Sun, 17 Mar 2024 13:57:17 GMT )
মার্চ ১৭, ২০২৪ ১৯:৫৭ Asia/Dhaka
  • দুই নেত্রীর করমর্দন
    দুই নেত্রীর করমর্দন

জিম্বাবুয়ের নারী বিষয়ক মন্ত্রী মনিকা মুত্‌সবাঙ্গোয়া বলেছেন, তিনি ইরানি নারীদের অগ্রগতিতে রোমাঞ্চিত এবং নারীদের ক্ষমতায়নে ইরান সরকারের পদক্ষেপে বিস্মিত।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনিসা খাযয়ালির সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। 

জিম্বাবুয়ের নারী, সমাজ, উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বিষয়ক এই মন্ত্রী তার ইরান সফরের কথা স্মরণ করে বলেন, জিম্বাবুয়ের জনগণের সংগ্রামের পথে ইরানের সহযোগিতা ও সমর্থন দুই দেশের সম্পর্কের ভিত্তি মজবুত করেছে।

ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রীর সংখ্যাই বেশি

 

তিনি আরও বলেন, ইরান ও জিম্বাবুয়ের বিরুদ্ধে পাশ্চাত্যের অন্যায্য ও একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা নারীদের উপর চাপ সৃষ্টি করেছে।

ইরানের নারী ভাইস প্রেসিডেন্ট আনিসা খাযয়ালি এই বৈঠকে বলেন, ঔপনিবেশিকতার বিরুদ্ধে সংগ্রামে দুই দেশেরই ভূমিকা রয়েছে এবং উভয় দেশ স্বাধীনচেতা নীতি অনুসরণ করে। দুই দেশের এই অভিন্ন বৈশিষ্ট্য দ্বিপক্ষীয় সম্পর্ককে গভীর করেছে।

দুই নেত্রীই অবরুদ্ধ গাজার নারীদের শোচনীয় অবস্থায় দুঃখ প্রকাশ করে সেখানে অবিলম্বে দখলদার ইসরাইলের মানবতাবিরোধী অপরাধ বন্ধের দাবি জানান।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।