ব্রাসেলস হামলার সন্দেহভাজনরা চিহ্নিত; আটকের খবর নাকচ
(last modified Wed, 23 Mar 2016 11:47:58 GMT )
মার্চ ২৩, ২০১৬ ১৭:৪৭ Asia/Dhaka
  • কালো জামা পরিহিত খালেদ ও ইব্রাহিম নিহত হয়েছে; সাদা কোট পরা নাজিম পালিয়ে গেছে।
    কালো জামা পরিহিত খালেদ ও ইব্রাহিম নিহত হয়েছে; সাদা কোট পরা নাজিম পালিয়ে গেছে।

২৩ মার্চ (রেডিও তেহরান): খালিদ ও ইব্রাহিম আল বাক্রাউয়ি নামের দুই ভাই ব্রাসেলস বিমানবন্দরে মঙ্গলবারের সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে ধারনা করছে নিরাপত্তা সংস্থাগুলো। এ ছাড়া, নাজিম লাচরোয়ি নামের তৃতীয় সন্দেহভাজন এক ব্যক্তিকে প্রধান বোমা প্রস্তুতকারক হিসেবে শনাক্ত করেছে বেলজিয়ামের কর্তৃপক্ষ।

দেশটির পুলিশ যাভেনতেম বিমানবন্দরে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় তোলা একটি ছবি প্রকাশ করেছে যাতে তিন ব্যক্তিকে ট্রলিতে করে স্যুটকেস ঠেলে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। মঙ্গলবার ওই বিমানবন্দরে বিস্ফোরিত অন্তত একটি বোমা স্যুটকেসের মধ্যে স্থাপিত ছিল।

পুলিশ ছবির সাদা কোট পরিহিত ব্যক্তিকে নাজিম লাচরোয়ি নামে শনাক্ত করেছে। মঙ্গলবার ব্রাসেলস বিমানবন্দরে বোমা হামলায় খালিদ ও ইব্রাহিম নিহত হলেও ঘটনার পরপরই নাজিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে আজ (বুধবার) ব্রাসেলসের আন্দরেলেত এলাকা থেকে আটক করা হয়েছে বলে বেলজিয়ামের দৈনিক ডিএইচ জানালেও পরে দেশটির পুলিশ এ খবর প্রত্যাখ্যান করেছে।

দেশটির ফরাসি ভাষার টিভি চ্যানেল আরটিবিএফ জানিয়েছে, খালিদ গত সপ্তাহে ভুয়া নামে ব্রাসেলসের একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে। পুলিশ ওই অ্যাপার্টমেন্টে প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন সন্ত্রাসী সালাহ আব্দেসসালামের আঙ্গুলের ছাপ খুঁজে পেয়েছে। গত শুক্রবার আব্দেসসালামকে ব্রাসেলস থেকে আটক করা হয়। পুলিশ ধারনা করছে, আব্দেসসালামকে আটকের আগেই ওই অ্যাপার্টমেন্ট থেকে খালিদ ও ইব্রাহিম পালিয়ে গিয়েছিল।

আব্দেসসালামকে গত বছরের ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রধান পরিকল্পনাকারী বলে মনে করছে পুলিশ। ওই হামলায় অন্তত ১৩০ ব্যক্তি নিহত হয়েছিল।#

রেডিও তেহরান/মুজাহিদুল ইসলাম/২৩

ট্যাগ