৩ আত্মঘাতী উড়িয়ে দিল নিজেদেরকে: নিহত ১৯
(last modified Sat, 17 Feb 2018 13:33:26 GMT )
ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১৯:৩৩ Asia/Dhaka
  • বিস্ফোরণে হতাহতদের সরিয়ে নেয়া হচ্ছে
    বিস্ফোরণে হতাহতদের সরিয়ে নেয়া হচ্ছে

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণের সাহায্যে নিজেদেরকে উড়িয়ে দেয়।

বোর্নো রাজ্য হচ্ছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের শক্ত ঘাঁটি এবং সেখানে এ পর্যন্ত এ গোষ্ঠীর হাতে বহু মানুষ জীব্ন দিয়েছেন।

বোর্নো রাজ্যের পুলিশ কমিশনার জানান, গতকাল (শুক্রবার) সন্ধ্যার দিকে মাইদিগুরি এলাকা থেকে ২০ কিলোমিটার দূরে একটি মাছ বাজারে এ হামলা হয়। অন্য দুই নিরাপত্তা কর্মকর্তা জানান, হামলাকারীরা সবাই পুরুষ ছিল। প্রথমে দুই ব্যক্তি একসঙ্গে বোমার বিস্ফোরণ ঘটায় এবং এর চার মিনিট পর আরেক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।

বোকো হারাম সন্ত্রাসীদের ফাইল ফটো

নিহতদের মধ্যে একজন সেনা রয়েছে বলে জানা গেছে। এছাড়া আহত ৭০ জনের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এ হামলা চালিয়েছে বোকো হারাম সন্ত্রাসীরা। তারা বলছেন, এ এলাকায় এর আগেও কয়েকবার বোকো হারাম হামলা চালিয়েছে। ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় এ গোষ্ঠীর সহিংসতা শুরুর পর অন্তত ২০ হাজার মানুষ মারা গেছে।#

 পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭

 

ট্যাগ