হিজাব পরে লন্ডনের মসজিদ পরিদর্শন করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
(last modified Mon, 19 Feb 2018 13:18:17 GMT )
ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১৯:১৮ Asia/Dhaka
  • ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে
    ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে লন্ডনের একটি মসজিদ পরিদর্শন করেছেন। এ সময় তিনি হিজাব বা ইসলামি শালীন পোশাক পরিধান করেন। মুসলমানদের পবিত্র স্থান মসজিদের প্রতি শ্রদ্ধা জানাতেই ইসলামি পোশাক পরে তিনি সেখানে যান বলে জানা গেছে।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেন বা এমসিবি জানিয়েছে, গতকাল (রোববার) ১৮ ফেব্রুয়ারি 'ওপেন মস্কস ডে' উপলক্ষে লন্ডনের মিডেনহেড মসজিদ পরির্দশনে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী। মসজিদের প্রতি সম্মান দেখিয়ে তিনি হিজাব পরেন। একই দিনে আল-মানার মসজিদ পরিদর্শন করেন লন্ডনের মেয়র সাদিক খান। 

লন্ডনের মেয়র সাদিক খান

প্রতি বছর ১৮ ফেব্রুয়ারি ব্রিটেনে 'ওপেন মস্কস ডে' পালন করা হয়। এ দিন সব ধর্ম-বিশ্বাসের মানুষের জন্য দেশের বিভিন্ন শহরের মসজিদগুলোকে উন্মুক্ত রাখা হয়। এ উপলক্ষে গতকাল ব্রিটেনের দুইশ' মসজিদ উন্মুক্ত রাখা হয়েছিল।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯

ট্যাগ