হস্তক্ষেপের বিষয়ে ভারতকে সতর্ক করল মালদ্বীপ
(last modified Wed, 14 Mar 2018 14:17:51 GMT )
মার্চ ১৪, ২০১৮ ২০:১৭ Asia/Dhaka
  • আব্দুল্লাহ ইয়ামিন
    আব্দুল্লাহ ইয়ামিন

মালদ্বীপের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। তিনি আজ (বুধবার) বলেছেন, মালদ্বীপ যেমন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না ঠিক তেমনি নয়া দিল্লিরও এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত।

আব্দুল্লাহ ইয়ামিন বলেন, "মালদ্বীপ একটি স্বাধীন দেশ। আমরা নিজেরাই নিজেদের সমস্যা সমাধানের যোগ্যতা রাখি। অন্য কোনো দেশেরই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রয়োজন নেই।"  

ভারত সরকার মালদ্বীপের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে তিনি অভিযোগ করেন। 

ভারত সরকার এরইমধ্যে মালদ্বীপের রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি জানিয়েছে। তবে এর আগে চীনের পক্ষ থেকেও মালদ্বীপে রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে।

বর্তমানে মালদ্বীপে প্রভাব বিস্তার নিয়ে ভারত ও চীন এক ধরণের প্রতিযোগিতা করছে। কারণ ভারত মহাসাগরীয় দ্বীপদেশ মালদ্বীপের ভৌগোলিক অবস্থান দু'টি দেশের জন্যই গুরুত্বপূর্ণ।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪

ট্যাগ