আরো কোণঠাসা ইসরাইল
আইসিজে-তে ইসরাইল-বিরোধী গণহত্যা মামলার পক্ষে অবস্থান নিল মালদ্বীপ
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেতে দায়ের করা দক্ষিণ আফ্রিকার মামলার পক্ষে অবস্থান গ্রহণের কথা ঘোষণা করেছে। গাজার অত্যন্ত ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে যখন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থল আগ্রাসন শুরু করেছে তখন মালদ্বীপের পক্ষ থেকে এই মামলার পক্ষে অবস্থান নেয়ার ঘোষণা এলো।
গতকাল (সোমবার) মালদ্বীপ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলের বিরুদ্ধে আইসিজেতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার পক্ষে তারা অবস্থান নেবে। বিবৃতিতে বলা হয়েছে, "মালদ্বীপ সরকার যেকোনো প্রয়োজনে ফিলিস্তিনি জনগণের দীর্ঘ ভোগান্তির স্থায়ী সমাধান নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।"
অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইল আগ্রাসন চালানোর মধ্যদিয়ে সেখানে যে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে তারও শক্ত ভাষা নিন্দা জানায় মালদ্বীপ। দেশটি বলেছে, ফিলিস্তিনের নিরপরাধ বেসামরিক জনগণের ওপর ইসরাইল যে অব্যাহতভাবে হত্যাকাণ্ড চালিয়ে আসছে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন।
গত জানুয়ারিতে হেগের আন্তর্জাতিক আদালত বলেছিল, গাজায় গণহত্যার বিশ্বাসযোগ্য ঝুঁকি রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।