ব্রাসেলস হামলায় মার্কিন দম্পতির নিহত হওয়ার খবর নিশ্চিত করা হলো
(last modified Sun, 27 Mar 2016 12:43:23 GMT )
মার্চ ২৭, ২০১৬ ১৮:৪৩ Asia/Dhaka
  • জাস্টিন ও স্টেফ্যানি শাল্ট
    জাস্টিন ও স্টেফ্যানি শাল্ট

২৭ মার্চ (রেডিও তেহরান): বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত সপ্তাহের সন্ত্রাসী হামলায় আরো দুই মার্কিন নাগরিকের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে ওই হামলায় নিহত মার্কিন নাগরিকের সংখ্যা চার-এ উন্নীত হলো। গত মঙ্গলবার ব্রাসেলসে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের ধারাবাহিক হামলায় অন্তত ৩১ জন নিহত ও ২০০ লোক আহত হয়।

হামলায় মার্কিন দম্পতি জাস্টিন ও স্টেফ্যানি শাল্টের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে বেলজিয়ামের একটি চাকুরিদাতা প্রতিষ্ঠান।

স্টেফ্যানি শাল্টের নিয়োগদাতা প্রতিষ্ঠান মার্স ইংকের ফেইসবুক পেজে বলা হয়েছে, তারা শাল্টের পরিবারের কাছে জানতে পেরেছেন, ব্রাসেলস হামলায় তিনি ও তার স্বামী জাস্টিন নিহত হয়েছেন। এ ছাড়া শাল্টের এক ভাইও তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

স্টেফ্যানির মা ক্যারোলিন মুরকে ব্রাসেলস বিমানবন্দরে পৌঁছে দিয়ে ফিরে যাওয়ার পথে আক্রান্ত হন জাস্টিন ও স্টেফ্যানি। মুর অবশ্য সুস্থ ও নিরাপদে রয়েছেন।

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের অধিবাসী জাস্টিন ২০১৪ সালের জুন মাসে কেন্টাকি অঙ্গরাজ্যের অধিবাসী তার স্ত্রী স্টেফ্যানিকে নিয়ে ব্রাসেলসে যান এবং এতদিন সেখানেই বসবাস করছিলেন।

এর আগে মঙ্গলবারের হামলার পরদিনই অপর দুই মার্কিন নাগরিকের নিহত হওয়ার খবর জানানো হয়েছে। নিউ ইয়র্কের অধিবাসী ভাইবোন সাচ্চা ও আলেক্সান্ডার পিংযোওয়াস্কি আমেরিকা থেকে বিমানে করে ব্রাসেলসে পৌঁছেই ওই বর্বরোচিত হামলার শিকার হন।#

রেডিও তেহরান/মুজাহিদুল ইসলাম/২৭

ট্যাগ