মিয়ানমারের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন সদ্য পদত্যাগকারী স্পিকার উইন মিন্ট
(last modified Sat, 24 Mar 2018 08:55:37 GMT )
মার্চ ২৪, ২০১৮ ১৪:৫৫ Asia/Dhaka
  • মিয়ানমারের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন সদ্য পদত্যাগকারী স্পিকার উইন মিন্ট

মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষের সদ্য পদত্যাগ করা স্পিকার উইন মিন্ট দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। এ উপলক্ষে প্রথম পদক্ষেপ হিসেবে গতকাল (শুক্রবার) তাকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।

মিয়ানমারে ভাইস প্রেসিডেন্টের পদ তিনটি। তার মধ্যে একটি খালি ছিল। পার্লামেন্টের নিম্নকক্ষে অং সান সু চির দল এনএলডি সংখ্যাগরিষ্ঠ হিসেবে উইন মিন্টকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। মূলত তিনিই প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে একরকম নিশ্চিত হয়ে গেছে।

৬৬ বছর বয়সী মিয়ানমারের হবু প্রেসিডেন্ট উইন মিন্ট এনএলডির একজন বিশ্বস্ত ও প্রভাবশালী সদস্য। তিনি ১৯৮৮ সালে সুচির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছিলেন। রাজনীতিক হিসেবে তিনি জেলও খেটেছেন। ১৯৯০ সালের পার্লামেন্ট নির্বাচনে তিনি একজন সফল প্রার্থী ছিলেন। কিন্তু সেই নির্বাচন সামরিক জান্তা বাতিল ঘোষণা করে।

শুক্রবার ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে উইন মিন্ট সেনা নিয়ন্ত্রিত ইউনাইটেড সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী থাং অয়েকে বিপুল ভোটে পরাজিত করেন। উইন মিন্ট পান ২৭৩ ভোট যেখানে তার নিকটবর্তী প্রার্থী ভোট পান মাত্র ২৭টি।

মিয়ানমারের সংবিধান অনুসারে, কোনো প্রেসিডেন্টের মৃত্যু হলে বা অবসরে গেলে ভারপ্রাপ্ত হিসেবে প্রথম ভাইস প্রেসিডেন্ট ক্ষমতা পাবেন। এরপর নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর তিনজন ভাইস প্রেসিডেন্টের মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। আগামী ৭ দিনের মধ্যে দেশটির পার্লামেন্ট নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেবে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪

 

 

ট্যাগ