আমেরিকার সঙ্গে সহযোগিতা বন্ধ করুন: মেক্সিকোর সিনেটরদের আহ্বান
(last modified Thu, 05 Apr 2018 05:39:39 GMT )
এপ্রিল ০৫, ২০১৮ ১১:৩৯ Asia/Dhaka
  • মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতো (বামে) এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতো (বামে) এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার সঙ্গে সহযোগিতা বন্ধ করতে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতোর  প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সিনেটররা।

গতকাল (বুধবার) এক বিবৃতিতে তারা বলেছেন, “মেক্সিকো সরকারের উচিত বহুজাতিক সংঘবদ্ধ অপরাধ-বিরোধী লড়াইয়ের যৌথ প্রচেষ্টা স্থগিত করা।” সিনেটে পাস হওয়া এ বিবৃতি মানতে বাধ্য নয় মেক্সিকো সরকার।

মেক্সিকো এবং দেশটির জনগণ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট যেসব আপত্তিকর মন্তব্য করেছেন তারও নিন্দা জানান সিনেটররা। এছাড়া, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনী মোতায়েমেনের মাধ্যমে সীমান্ত নিয়ন্ত্রণের যে কথা বলেছেন তাও নাকচ করা হয়েছে।

মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়ে মেক্সিকোর সিনেটররা বলেছেন, “আপনাদের প্রেসিডেন্টকে মেক্সিকোর সঙ্গে সম্মান ও সহযোগিতার ভিত্তিতে চুক্তি করতে বলুন।”  এর আগে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, মেক্সিকো সীমান্তে যতদিন পর্যন্ত দেয়াল নির্মাণ না করা হবে ততদিন সেখানে সেনা মোতায়েন করা থাকবে। এরইমধ্যে টেক্সাস সীমান্তে ১০০ সেনা মোতায়েন করা হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫

 

ট্যাগ