আগ্রাসনের পর সিরিয়াকে এস-৩০০ দেয়ার কথা বিবেচনা করছে রাশিয়া
-
এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
সিরিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন সাম্প্রতিক পশ্চিমা আগ্রাসনের পর সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার কথা বিবেচনা করছে রাশিয়া। একথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-কে দেয়া সাক্ষাৎকারে ল্যাভরভ আজ (মঙ্গলবার) বলেন, “কয়েক বছর আগে আমাদের বন্ধুদের অনুরোধে আমরা সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করি নি। কিন্তু আমেরিকা, বিৃটেন ও ফ্রান্সের পক্ষ থেকে এই নির্লজ্জ আগ্রাসনের পর আমরা এখন সিরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ ব্যবস্থা দেয়ার কথা বিবেচনা করব।”
তিনি জোর দিয়ে বলেন, নতুন যেকোনো আগ্রাসন মোকাবেলার জন্য মস্কো দামেস্ককে সব রকমের সহযোগিতা করবে।
গত শনিবার সিরিয়ার ওপ ক্ষেপণাস্ত্র চালায় আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। এসব দেশ দাবি করে- সিরিয়ার দুমা শহরে রাসায়নিক হামলা চালিয়েছে সিরিয়ার সরকার এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তবে রাশিয়া ও সিরিয়া সরাসরি পশ্চিমা এ অভিযোগকে নাকচ করেছে। তারা বলেছে, হামলার অজুহাত হিসেবে রাসায়নিক হামলার মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭