জাতিসংঘ প্রস্তাব লঙ্ঘন করেছে আমেরিকা: রুশ পরাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 10 May 2018 17:15:49 GMT )
মে ১০, ২০১৮ ২৩:১৫ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করার মধ্যদিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব লঙ্ঘন করেছেন।

পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার জন্য ল্যাভরভ আমেরিকার কঠার সমালোচনা করে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন সরকার এককভাবে এ সমঝোতা থেকে বের হয়ে যেতে পারেন না এবং তেহরানের ওপর আমেরিকা এককভাবে হামলা চালাতে সক্ষম হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০

 

ট্যাগ