ইন্দোনেশিয়ার গির্জায় সন্ত্রাসী হামলা: নিহত ৯
(last modified Sun, 13 May 2018 07:05:10 GMT )
মে ১৩, ২০১৮ ১৩:০৫ Asia/Dhaka
  • বোমা হামলার পর পুলিশের তৎপরতা
    বোমা হামলার পর পুলিশের তৎপরতা

ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবাইয়ার তিনটি গির্জায় বোমা হামলায় অন্তত নয়জন নিহত ও ৪০ জন আহত হয়েছে।

পূর্ব জাভার পুলিশ মুখপাত্র ফ্রান্স বারুন মাঙ্গেরা জানান, “সুরাবাইয়া শহরের তিনটি গির্জায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ১০ মিনিটের ব্যবধানে এসব প্রাণঘাতী হামলা হয়। এর মধ্যে প্রথম বিস্ফোরণ ঘটে স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায়।”

মাঙ্গেরা বলেন, নয়জন নিহত হয়েছে এবং আহত ৪০ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা রয়েছে। হামলার পর নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। এছাড়া, সম্ভাব্য পেতে রাখা বোমা নিষ্ক্রিয় করার জন্য ‘বোম্ব ডিসপোজাল স্কোয়াড’ মোতায়েন করা হয়েছে।  

ইন্দোনেশিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, সম্ভবত উগ্রবাদী দায়েশ সন্ত্রাসীরা এসব হামলা চালিয়েছে। দেশটিতে দায়েশের সঙ্গে সম্পর্কযুক্ত জামাহ আনসারুদ্দৌলা নামে একটি সংগঠন রয়েছে এবং দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় এর শত শত সমর্থক রয়েছে। তবে এখন পর্যন্ত  হামলার দায়িত্ব কেউ স্বীকার করে নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩

 

ট্যাগ