সিরিয়া পরিস্থিতি নিয়ে ল্যাভরভ-পম্পেও আলোচনা
(last modified Tue, 19 Jun 2018 03:37:57 GMT )
জুন ১৯, ২০১৮ ০৯:৩৭ Asia/Dhaka
  • ল্যাভরভ (বামে) এবং পম্পেও
    ল্যাভরভ (বামে) এবং পম্পেও

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সিরিয়া পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন। আলোচনায় তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৫৪ নম্বর প্রস্তাবের আওতায় সিরিয়া সংকট নিরসনের কথা বলেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে টেলিফোন আলাপের কথা নিশ্চিত করেছে। মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে নির্ধারিত রাজনৈতিক যোগাযোগ নিয়েও কথা বলেন দুই মন্ত্রী। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও তারা আলোচনা করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পম্পেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এ নিয়ে তিনি দ্বিতীয়বার ল্যাভরভের সঙ্গে ফোনালাপ করলেন। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় মস্কো এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক অনেকটা অচল অবস্থায় রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯

 

ট্যাগ