মুশাররফ ও জারদারির সম্পদের বিবরণ চেয়েছে পাক আদালত
-
আসিফ আলী জারদারি (বামে) এবং জেনারেল পারভেজ মুশাররফ
পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফের সম্পদের বিস্তারিত বিবরণ চেয়েছে। পাশাপাশি সাবেক অ্যাটর্নি জেনারেল মালিক মুহাম্মাদ কাউয়ুমের সম্পদের তথ্যও চেয়েছে আদালত।
প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ আজ (বুধবার) এ আদেশ দেয়। ফিরোজ শাহ গিলানি নামে এক ব্যক্তির দায়ের করা পিটিশনের শুনানি শেষে আদালত এ আদেশ দিয়েছে। পিটিশনে দাবি করা হয়েছে- এ দুজনের চুক্তির কারণে দেশ কোটি কোটি রুপি ক্ষতির শিকার হয়েছে।

শুনানিতে বিচারপরিত সাকিব নিসার ইঙ্গিত দিয়েছেন যে, জাতীয় সংসদ সদস্য ও হবু সংসদ সদস্যদের বিদেশে সম্পদের পরিমাণ জানার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, কেউ কেউ তাদের সম্পদের পরিমাণ ঘোষণা করেছেন; বাকিদেরকেও তা করতে হবে। বিচারপতি সাকিব নিসার বলেন, “হলফনামায় দেয়া যেকোনো অসত্য তথ্য খুঁজে বের করা হবে এবং বিস্তারিত তথ্য চাইবে আদালত। দুর্নীতিকে ক্ষমা করা হবে না।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪