জাপানে ভারী বর্ষণে ৪৯ জনের মৃত্যু; নিখোঁজ অর্ধশতাধিক
(last modified Sat, 07 Jul 2018 18:21:39 GMT )
জুলাই ০৮, ২০১৮ ০০:২১ Asia/Dhaka
  • জাপানে বন্যা
    জাপানে বন্যা

জাপানের চার প্রদেশে টানা বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বৃষ্টির কারণে সৃষ্ট বন্যাসহ নানা বিপর্যয়ের কবলে পড়ে এখন পর্যন্ত ৪৯ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া নিখোঁজ হয়েছে ৫০ জনের বেশি। আজ (শনিবার) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে ‌এ তথ্য জানিয়েছে।

জাপানের দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ বড় ধরনের বিপর্যয় এড়াতে এরইমধ্যে সাড়ে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। আরও ৩০ লাখ মানুষকে তাদের বাড়ি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 

টানা বর্ষণের কারণে ভূমিধস, নদীর পানি ও বায়ুপ্রবাহ বৃদ্ধির কারণে দেশটির পশ্চিমাংশের প্রধান দ্বীপ হংসুতে সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা। 

হনসু ও শিকোকু প্রদেশের অধিকাংশ এলাকা এখন বৃষ্টির পানির নিচে। এই দুই প্রদেশে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা দুই মাসের বর্ষণকে ছাড়িয়েছে। সপ্তাহজুড়ে এ বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিভিন্ন সংস্থার ৪৮ হাজার সদস্য ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য কাজ করছেন বলে সরকার দাবি করেছে। শিকোকুর মটোয়ামা শহরে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা।

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭

ট্যাগ