'ইরানের সঙ্গে ডলার বহির্ভূত বাণিজ্য সম্পর্ক স্থাপন করবে ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন'
(last modified Mon, 09 Jul 2018 13:33:48 GMT )
জুলাই ০৯, ২০১৮ ১৯:৩৩ Asia/Dhaka
  • 'ইরানের সঙ্গে ডলার বহির্ভূত বাণিজ্য সম্পর্ক স্থাপন করবে ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন'

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের সঙ্গে ডলার বহির্ভূত বাণিজ্য সম্পর্ক স্থাপনের সম্মত হয়েছে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন গুরুত্বপূর্ণ ইউরোপীয় দেশ ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন।

 সের্গেই ল্যাভরভ

জেসিপিওএ নামে পরিচিত এ পরমাণু সমঝোতা থেকে মে মাসে একতরফা ভাবে বের হয়ে যায় আমেরিকা। আর এ প্রেক্ষাপটে তেহরানের সঙ্গে বাণিজ্য সম্পর্কে ছিন্ন করার জন্য ওয়াশিংটনের প্রচণ্ড চাপের মুখে পড়ে ইউরোপের কোম্পানিগুলো।

ল্যাভরভ আজ(সোমবার) জানান, ছোট এবং মাঝারি কোম্পানিগুলোর স্বার্থ বিবেচনা করে ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন ইরানের সঙ্গে ডলার বহির্ভূত বাণিজ্য সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

এ ছাড়া, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলোও মার্কিন নিষেধাজ্ঞা থেকে নিজ নিজ দেশের বাণিজ্যকে রক্ষার পদ্ধতি বের করার বিষয়ে সম্মত হয়েছে।

পাশাপাশি ইরানের বিরুদ্ধে মার্কিন অবৈধ এবং অগ্রহণযোগ্য নিষেধাজ্ঞা আবার চাপিয়ে দেয়ার কঠোর নিন্দাও করেন তিনি।

পার্সটুডে/মূসা রেজা/৯

 

ট্যাগ