মধ্যপ্রাচ্যের উন্নয়নে ২০ হাজার কোটির ডলার ঋণ দেবে চীন!
(last modified Tue, 10 Jul 2018 12:55:38 GMT )
জুলাই ১০, ২০১৮ ১৮:৫৫ Asia/Dhaka
  • মধ্যপ্রাচ্যের উন্নয়নে ২০ হাজার কোটির ডলার ঋণ দেবে চীন!

চীন বলেছে, তারা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে ২০ হাজার কোটি ডলার ঋণ এবং দশ কোটি ৬০ লাখ ডলার সহায়তা দেবে। এ অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য এসব অর্থ খরচ করা হবে জানিয়েছে বেইজিং।

আজ (মঙ্গলবার) বেইজিংয়ে চীন-আরব সহযোগিত ফোরামের ৮তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, অর্থনৈতিক পুনর্গঠন এবং তেল –গ্যাস, পরমাণু এবং জ্বালানী ক্ষেত্রে শিল্প পুনরুজ্জীবনের জন্য এসব লোন ব্যবহার করা হবে।  তিনি আরো বলেন, এসব লোন বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা হলে তা  আরব অঞ্চলে চাকুরি বাজার সৃষ্টি করার পাশাপাশি সামাজিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনে দেবে।

চীনের প্রেসিডেন্ট আরো বলেন, তার দেশ এক কোটি ৫০ লাখ ডলার ফিলিস্তিনিদের সহায়তা দিতে এবং বাকি ৯ কোটি ১০ লাখ ডলার জর্ডান, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের জন্য খরচ করবে। শি বলেন, আরব দেশগুলোর রেল যোগাযোগ ব্যবস্থা নির্মাণ এবং বন্দরগুলোর উন্নয়নে অংশ নেয়ার সুযোগকে তার দেশ স্বাগত জানাচ্ছে। আর এসব যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটলে তা এশিয়ার কেন্দ্রস্থলকে পূর্ব আফ্রিকা এবং ভূমধ্যসাগরের মধ্যে সংযোগ স্থাপন করবে।     

এছাড়া, ইসরাইল-ফিলিস্তিনি সংকট নিরসনের ক্ষেত্রে আন্তর্জাতিক সমঝোতা এবং ঐক্যমত্যের প্রতি সম্মান দেখাতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি।#

পার্সটুডে/বাবুল আখতার/১০

 

ট্যাগ