সোমালিয়ার ২৭ সৈন্যকে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী আশ-শাবাব
(last modified Tue, 24 Jul 2018 01:16:33 GMT )
জুলাই ২৪, ২০১৮ ০৭:১৬ Asia/Dhaka
  • আশ-শাবাব জঙ্গি গোষ্ঠী (ফাইল ছবি)
    আশ-শাবাব জঙ্গি গোষ্ঠী (ফাইল ছবি)

সোমালিয়ার অন্তত ২৭ সৈন্যকে হত্যা করেছে আল-কায়েদা সমর্থিত জঙ্গি গোষ্ঠী আশ-শাবাব। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে তারা এ নারকীয় হত্যাযজ্ঞ চালায়।

সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী কিসমাইয়ো থেকে ৫০ কিলোমিটার দূরে ‘বার স্যাঙ্গুনি’ গ্রামে ওই সেনা ঘাঁটি অবস্থিত।

আশ-শাবাবের সামরিক মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব জানিয়েছেন, তাদের জঙ্গিরা প্রথমে সেনা ঘাঁটিতে গাড়িবোমা হামলা চালায় এবং এরপর স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় অন্তত ২৭ সৈন্য নিহত হয় এবং অনেক সৈন্য পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায় বলে তিনি দাবি করেন।

সোমালিয়ার একটি সেনাদল

কিসমাইয়ো’র সামরিক সূত্র এ হামলার সত্যতা স্বীকার করে বলেছে, হামলার পর অন্যান্য স্থান থেকে আক্রান্ত সেনা ঘাঁটিতে অতিরিক্ত সৈন্য পাঠানো হয়েছে। তবে সোমালিয়া সরকার এখনো এ হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

২০০৬ সাল থেকে সোমালিয়া সরকার উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আশ-শাবাবের মোকাবিলা করছে। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজধানী মোগাদিশু নিয়ন্ত্রণ করে এ জঙ্গি গোষ্ঠী। ২০১১ সালে আফ্রিকান ইউনিয়নের সহযোগিতা সোমালিয়া সরকার জঙ্গিদেরকে রাজধানী ছাড়া করে। তারপর থেকে মোগাদিশুতে তুলনামূলক শান্তি ও নিরাপত্তা বিরাজ করছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪

 

ট্যাগ