লাওসে জলবিদ্যুৎ বাঁধ ভেঙে নিখোঁজ শত শত; উদ্ধার অভিযান চলছে
(last modified Tue, 24 Jul 2018 13:07:09 GMT )
জুলাই ২৪, ২০১৮ ১৯:০৭ Asia/Dhaka
  • লাওসে জলবিদ্যুৎ বাঁধ ভেঙে নিখোঁজ শত শত; উদ্ধার অভিযান চলছে

লাওসের আট্টাপু প্রদেশে জলবিদ্যুৎ বাঁধ ভেঙে  শত শত মানুষ নিখোঁজ হয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন ছয় হাজার ৬০০'র বেশি মানুষ।  গতকাল সোমবার রাতের কোনো এক সময় বাঁধটি ভেঙে ছয়টি গ্রামে আকস্মিক বন্যা দেখা দেয়। 

লাওসের গণমাধ্যমে বলা হয়েছে, অনেকের প্রাণহানি ঘটেছে। শত শত মানুষ এখনও নিখোঁজ। ‘জাইপিয়ান-জে নাম নয়’ নামের বাঁধটি বিধ্বস্ত হওয়ার কোনো কারণ জানা যায়নি।

লাওসের প্রধানমন্ত্রী থংলুন সিসলথ সব সরকারি আলোচনা বাতিল করে কর্মকর্তাদের নিয়ে বন্যাদুর্গত সানম্যাক্সে জেলা ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেছেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

লাউস হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দরিদ্র দেশ। দেশটির জনসংখ্যা প্রায় ৭০ লাখ। ।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪

ট্যাগ