চাপের কাছে নতিস্বীকার করবে না ইরান: রাশিয়া
(last modified Tue, 07 Aug 2018 17:53:08 GMT )
আগস্ট ০৭, ২০১৮ ২৩:৫৩ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, অভিজ্ঞতা থেকে প্রমাণিত যে, চাপের কাছে নতিস্বীকার করবে না ইরান এবং দেশটিকে চাপ দিয়ে কোনো কিছু আদায় করা যাবে না।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর ল্যাভরভ একথা বললেন।   

নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে আরো বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর  মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে।

ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপের কঠোর নিন্দা করেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, ইরানের পক্ষ থেকে সমঝোতা পরিপূর্ণভাবে মেনে চলা হচ্ছিল। এ ধরনের একটা গুরুত্বপূর্ণ অর্জনকে আন্তর্জাতিক সমাজের ধ্বংস করা  উচিত হবে না।

ল্যাভরভ আরো বলেন, পরমাণু সমঝোতা রক্ষার বিষয়ে মস্কো সব রকমের প্রচেষ্টা চালাবে।#

পার্সটুডে/এসআইবি/৭

ট্যাগ