ইরানি সেনা প্রত্যাহারের মার্কিন দাবির জবাব দিলেন ল্যাভরভ
(last modified Thu, 23 Aug 2018 09:49:00 GMT )
আগস্ট ২৩, ২০১৮ ১৫:৪৯ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সিরিয়া থেকে ইরানি সৈন্য প্রত্যাহারের যে দাবি জানিয়েছেন তার জবাব দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, আমেরিকার সৈন্যসহ সিরিয়ায় বেআইনিভাবে উপস্থিত সব বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে।

ল্যাভরভ আরো বলেন, সিরিয়া সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণ ছাড়া যেসব দেশ সিরিয়ায় সেনা পাঠিয়েছে তারা সম্পূর্ণ অবৈধ কাজ করেছে। তিনি এ তৎপরতাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন।

জন বোল্টন সম্প্রতি বলেছিলেন, সিরিয়া থেকে ইরানি সেনা প্রত্যাহার করলেই কেবল তার দেশ সিরিয়ায় রাশিয়াকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

জন বোল্টন

মার্কিন নিরাপত্তা উপদেষ্টা এমন সময় সিরিয়া থেকে ইরানি সেনা প্রত্যাহারের দাবি জানালেন যখন দামেস্ক সরকারের অনুরোধে সাড়া দিয়ে দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে তেহরান। পশ্চিমা দেশগুলোর এ ধরনের দাবির জবাবে সিরিয়া সরকার বহুবার দেশটিতে ইরানের সেনা উপস্থিতিকে বৈধ বলে উল্লেখ করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩

ট্যাগ