গ্রিস থেকে শরণার্থীদের দ্বিতীয় দলকে তুরস্কে ফেরত পাঠানো হলো
(last modified Fri, 08 Apr 2016 10:44:55 GMT )
এপ্রিল ০৮, ২০১৬ ১৬:৪৪ Asia/Dhaka
  • গ্রিস থেকে শরণার্থীদের দ্বিতীয় দলকে তুরস্কে ফেরত পাঠানো হলো

গ্রিসের লেসভোস দ্বীপ থেকে শরণার্থীদের দ্বিতীয় দলকে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে। ইইউ-তুর্কি বিতর্কিত চুক্তির আওতায় এ সব হতভাগ্য শরণার্থীকে ফেরত পাঠানো হলো।

আজ(শুক্রবার) ভোরে ৪৫ শরণার্থী বহনকারী তুর্কি ফেরি লেসভোস দ্বীপ ত্যাগ করে। শরণার্থীদের সবাই পাকিস্তানের নাগরিক বলে খবরে দাবি করা হয়েছে। প্রত্যাবর্তন সংক্রান্ত চুক্তি সইয়ের পর এ নিয়ে দ্বিতীয় দফা শরণার্থীদের গ্রিস থেকে তুরস্কে ফেরত পাঠানো হলো। এদিকে আজ দিনের শেষে একই ভাবে আরো ৮০ শরণার্থীকে ফেরত পাঠানো হবে।

এদিকে আজ নোঙ্গর আঁকড়ে ধরে ফেরির বন্দর ত্যাগ ঠেকানোর চেষ্টা করার দায়ে গ্রিসে তিন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

সোমবার তুর্কি উপকূলীয় শহর দিকিলিতে ২০২ শরণার্থীকে ফেরত পাঠিয়ে দিয়েছে গ্রিস। শরণার্থীদের আশ্রয় নেয়ার দাবি তুর্কি কর্মকর্তাদেরকে পরীক্ষা করে দেখার সময় দেয়ার জন্য বহিষ্কার প্রক্রিয়া দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে গ্রিস।

এদিকে, চুক্তি অনুযায়ী তুর্কি সীমান্ত দিয়ে গ্রিসে প্রবেশকারী সব শরণার্থীকে ফেরত নেবে আঙ্কারা। বিনিময়ে তুরস্ককে দেয়া কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরই মধ্যে কঠোর ভাষায় এ চুক্তির সমালোচনা করেছে। এ ছাড়া, তুরস্ক শরণার্থীদের জন্য নিরাপদ নয় বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে অ্যামনেস্টি।#

মূসা রেজা/৭

ট্যাগ