আমেরিকার বোস্টনে সিরিজ গ্যাস বিস্ফোরণ; শতাধিক বাড়িতে আগুন, নিহত ১
https://parstoday.ir/bn/news/world-i64272-আমেরিকার_বোস্টনে_সিরিজ_গ্যাস_বিস্ফোরণ_শতাধিক_বাড়িতে_আগুন_নিহত_১
আমেরিকার বোস্টন শহরের কাছাকাছি একটি আবাসিক এলাকায় সিরিজ গ্যাস বিস্ফোরণে শতাধিক বাড়িতে আগুন লেগেছে। এর ফলে অন্তত একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। আরও অনেক বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৮ ১১:০৭ Asia/Dhaka
  • আমেরিকার বোস্টনে সিরিজ গ্যাস বিস্ফোরণ; শতাধিক বাড়িতে আগুন, নিহত ১

আমেরিকার বোস্টন শহরের কাছাকাছি একটি আবাসিক এলাকায় সিরিজ গ্যাস বিস্ফোরণে শতাধিক বাড়িতে আগুন লেগেছে। এর ফলে অন্তত একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। আরও অনেক বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

এ পর্যন্ত শত শত মানুষকে ওই এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় গ্যাস ও বিদ্যুৎ সরবারাহকারী কোম্পানিগুলো ওই এলাকার সব সংযোগ বন্ধ করে দিয়েছে। 

পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, কলম্বিয়ার গ্যাস লাইনের চাপের কারণে আগুন লেগেছে। তবে তারা এ ব্যাপারে নিশ্চিত নয়। 

পুলিশ বলছে, গ্যাস সংযোগ প্রদানকারী কোম্পানিগুলো গ্যাসের চাপ কমিয়ে দিয়েছে। কারো বাড়িতে গ্যাসের গন্ধ পেলে তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে যেতে স্থানীয় পুলিশ সতর্ক করেছে।  

স্থানীয় একটি স্কুলে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তাদের সেখানে আশ্রয় নিতে বলা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক আছে বলে তারা মনে করছেন না।#

পার্সটুুডে/সোহেল আহম্মেদ/১৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন