ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প ও সুনামি; নিহত প্রায় ৪০০
(last modified Sat, 29 Sep 2018 12:19:01 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১৮:১৯ Asia/Dhaka
  • ভূমিকম্প ও সুনামিতে লণ্ডভণ্ড পালু শহর
    ভূমিকম্প ও সুনামিতে লণ্ডভণ্ড পালু শহর

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প ও ভয়াবহ সুনামিতে প্রায় চারশ ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর আকস্মিকভাবে সৃষ্টি হয় জলোচ্ছ্বাস বা সুনামি। এতে শহরের ওপর দিয়ে বয়ে যায় দুই মিটার বা সাড়ে ছয় ফুট উচ্চতার জলোচ্ছ্বাস।

গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সুনামি আঘাত হানলে আতঙ্কে মানুষ দিশাহারা হয়ে পড়েন। তারা পালানোর চেষ্টা করেন; এ সময় চারদিকে আর্তনাদ শোনা যায়। ভূমিকম্পের পর আজ শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। শহরটিতে হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে।

ভূমিকম্প ও সুনামিতে আহতদের চিকিৎসা চলছে খোলা আকাশের নিচে

শুক্রবারের ঘটনা সম্পর্কে দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা বলেছে, তিন লাখ মানুষের শহর পালুতে প্রাথমিকভাবে কমপক্ষে ৪৮ জন মারা গেছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে অনেক গণমাধ্যম নিহতের সংখ্যা ৩৮৪ বলে জনিয়েছে। সেখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

স্বজনহারাদের কান্না

একজন মন্ত্রী বলেছেন, যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। শহরে চলাচলের পথগুলো ধ্বংস হয়ে গেছে। মার্কিন ভূ-তত্ত্ব জরিপ বিভাগ বলছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎস সুলাওয়েসি থেকে সামান্য দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।# 

পার্সটুডে/এসআইবি/২৯

ট্যাগ