বেড়েই চলেছে সুনামির ক্ষত: মৃতের সংখ্যা ২,০০০ ছুঁয়েছে
(last modified Mon, 08 Oct 2018 13:38:50 GMT )
অক্টোবর ০৮, ২০১৮ ১৯:৩৮ Asia/Dhaka
  • বেড়েই চলেছে সুনামির ক্ষত: মৃতের সংখ্যা ২,০০০ ছুঁয়েছে

ইন্দোনেশিয়ার পালু শহরে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে নিহতের সংখ্যা প্রায় দুই হাজারে পৌঁছেছে। স্থানীয় সেনা মুখপাত্র এম. তোহির জানান, এ পর্যন্ত এক হাজার ৯৪৪টি লাশ উদ্ধার করা হয়েছে এবং পালু শহরের একটি গুরুত্বপূর্ণ হোটেলে উদ্ধার তৎপরতা শেষ করা হয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। এতে পালুর শহরতলি প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে। এখনো প্রায় পাঁচ হাজার মানুষ নিখোঁজ রয়েছে বলে আশংকা করা হচ্ছে।

সেনা মুখপাত্র তোহির বলেন, “নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ ‌সরকারের পক্ষ থেকে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা বন্ধের নির্দেশ দেয়া হয় নি। ফলে এখনো মৃতদেহ উদ্ধার হবে বলেই মনে করা হচ্ছে।”  

ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে পালু শহর

দুর্ঘটনায় হাজার হাজার মানুষ নিখোঁজ থাকলেও জীবিত কাউকে উদ্ধারের আশা একেবারেই শেষ হয়ে আসছে। ধ্বংসস্তুপের নিচে এখন যাদের পাওয়া যাচ্ছে তারা প্রায় সবাই মৃত। পালু শহরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য ১১ অক্টোবর পর্যন্ত অনুসন্ধান চলবে এবং ওই দিন নিখোঁজদের সর্বশেষ তালিকা প্রকাশ করা হবে।#   

পার্সটুডে/এসআইবি/৮

ট্যাগ