ইরান থেকে তেল কেনা অব্যাহত থাকবে: ভারতের জ্বালানিমন্ত্রী
(last modified Tue, 09 Oct 2018 12:24:23 GMT )
অক্টোবর ০৯, ২০১৮ ১৮:২৪ Asia/Dhaka
  • ধর্মেন্দ্র প্রধান
    ধর্মেন্দ্র প্রধান

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ভারতের জ্বালানিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছেন, ভারতের দু'টি কোম্পানি এরইমধ্যে আগামী মাসের জন্য ইরানকে তেলের অর্ডার দিয়েছে। ভারতীয় টিভি চ্যানেল সিএনবিসি এ খবর দিয়েছে।

তিনি গতকাল (সোমবার) নয়া দিল্লিতে জ্বালানি ফোরামে দেওয়া ভাষণে আরও বলেছেন, নভেম্বর মাসেও ইরান থেকে তেল কেনা অব্যাহত থাকবে।

ভারতের জ্বালানিমন্ত্রী আরও বলেছেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে ভারতকে মার্কিন নিষেধাজ্ঞার বাইরে রাখা হবে কি না তা আমরা জানি না। তবে ইরানের তেলের দাম স্থানীয় মুদ্রায় পরিশোধের বিষয়ে একটি বিকল্প অর্থ লেনদেন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে বলে তিনি জানান।

ভারতের তেল শিল্পের দু'টি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের জাতীয় তেল ও গ্যাস কোম্পানি 'ইন্ডিয়ান ওয়েল' আগামী মাসে ইরান থেকে ছয় লাখ ব্যারেল তেল আমদানি করতে পারে। এছাড়া আগামী মাসে ম্যাঙ্গালোর রিফাইনারি ও পেট্রোক্যামিকেলস লিমিটেড ইরান থেকে ৩০ লাখ ব্যারেল তেল কিনবে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮  

ট্যাগ